ট্রাম্প প্রশাসন শুক্রবার জানিয়েছে, কোম্পানিগুলোকে প্রতিটি এইচ-১বি কর্মী ভিসার জন্য বছরে ১ লাখ ডলার ফি দিতে হবে। এতে প্রযুক্তি খাত বড় ধরনের আঘাত লাগতে পারে, কারণ এই খাত মূলত ভারত ও চীন থেকে আসা দক্ষ কর্মীদের ওপর নির্ভরশীল। জানুয়ারি থেকে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ব্যাপক অভিবাসন কড়াকড়ি শুরু করেছেন, যার মধ্যে বৈধ অভিবাসনের কিছু ধরন সীমিত করার পদক্ষেপও রয়েছে। অস্থায়ী চাকরির ভিসা, বিশেষ করে এইচ-১বি প্রোগ্রাম পুনর্গঠনের এই উদ্যোগই এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত পদক্ষেপ। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, “যদি কাউকে প্রশিক্ষণ দিতে হয়, তবে আমাদের দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা শিক্ষার্থীদেরই প্রশিক্ষণ দিন। আমেরিকানদের প্রশিক্ষণ দিন। আমাদের চাকরি নিতে বাইরের লোক আনা বন্ধ করুন। ” এইচ-১বি ভিসা কড়াকড়ি করার ট্রাম্পের হুমকি প্রযুক্তি খাতের জন্য বড় ইস্যু হয়ে...