মাহবুব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. মাহবুবুর রহমান এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় আহত হওয়া তার রক্তমাখা ছবি তখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের শক্তি যোগ করেছিল। মাহবুব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। গত বছর কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময়, ১৫ জুলাই, কেন্দ্রীয় সমন্বয়কসহ কয়েকজনকে অপহরণ করে ছাত্রলীগ। তাদের উদ্ধারের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পৌঁছালে হামলার শিকার হন মাহবুব। তখন তিনি নারী শিক্ষার্থীদের রক্ষা করতে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। মাহবুব জানিয়েছেন, আক্রমণের...