দক্ষ বিদেশি কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রামে আবেদনকারীদের কাছ থেকে ১ লাখ ডলার ফি আদায়ের একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এইচ-১বি প্রোগ্রামের ‘অপব্যবহার’ বন্ধে পদক্ষেপ হিসেবে এ ফি আরোপ করা হয়েছে এবং ফি না দিলে প্রবেশ সীমিত করা হবে। বহু সমালোচক দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, এইচ-১বি ভিসা মার্কিন কর্মীদের চাকরি হুমকির মুখে ফেলে। তবে এর পক্ষে সমর্থকেরা বলছেন, এ প্রোগ্রাম বিশ্বজুড়ে মেধাবী কর্মীদের যুক্তরাষ্ট্রে আনতে সহায়ক। আরেক আদেশে ট্রাম্প একটি নতুন ‘গোল্ড কার্ড’ চালু করেছেন, যেখানে প্রায় ১০ লাখ পাউন্ড থেকে শুরু হওয়া ফি’র বিনিময়ে নির্দিষ্ট কিছু অভিবাসীর জন্য দ্রুত ভিসা পাওয়ার সুযোগ থাকবে। ওই দিন হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তিনি বলেন, ‘প্রতি...