দুবাইতে আজ এশিয়া কাপের সুপার ফোর পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বেও এ দুটি দল একই গ্রুপে ছিল। ফলে সুপার ফোরের লড়াইটি এই দুই দলের মধ্যে এবারের এশিয়া কাপে দ্বিতীয় দেখা। সুপার ফোরের চার দল থেকে শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। তাই এই রাউন্ডে প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক লিটন দাস। এসেছিলেন বোলিং কোচ শন টেইট। তবে আজ শনিবার সকালে নিজের ফেসবুকে স্টাটাস দিয়েছেন লিটন। স্টাটাসে লিটন লেখেন, 'সুপার...