ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান অবশেষে ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার জার্সি গায়ে চাপাচ্ছেন। শুক্রবার এক বিবৃতিতে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন জানায়, ফিফা আনুষ্ঠানিকভাবে ২৭ বছর বয়সী এই গোলরক্ষককে আলজেরিয়ার জাতীয় দলে খেলার অনুমতি দিয়েছে। আলজেরিয়ান ফুটবল ফেডারেশনের দেওয়া তথ্যমতে, ফিফার ‘চেঞ্জ অব অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মে’ শুক্রবার লুকা জিদানের জাতীয়তা পরিবর্তনের অনুমোদন দেখানো হয়। ফ্রান্সের যুব দলে খেলার অভিজ্ঞতা থাকলেও সিনিয়র দলে ডাক পাননি লুকা। ফলে তার পিতামহ-দাদির জন্মভূমি আলজেরিয়ার হয়ে খেলার সুযোগ বজায় ছিল। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে গ্রানাদার হয়ে খেলছেন লুকা। ২০০৪ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে ধাপে ধাপে উঠে আসেন রিজার্ভ দলে এবং ২০১৭-১৮ মৌসুমের শেষ লিগ ম্যাচে মূল দলের হয়ে অভিষেক হয় তার। ওই মৌসুমে রিয়ালের তৃতীয় গোলরক্ষক ছিলেন তিনি, যখন দল জেতে...