গাইবান্ধার সুন্দরগঞ্জে একদিনে তিনটি পৃথক ঘটনায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনভর উপজেলার সর্বানন্দ, কাপাসিয়া ও বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনাগুলো ঘটে। এদিন সন্ধ্যায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (বাধের পূর্বপাড়) গ্রামের ফয়েজ রহমান (৩৫) পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের মৃত বংশের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী ডিভোর্স দেওয়ার পর দেনমোহর ও ভরণপোষণের মামলার কারণে মানসিক চাপে তিনি এ পথ বেছে নেন। পরে খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এদিকে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামের আরিফুল ইসলাম (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি...