তিন মৌসুম ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে আসছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তবে আগামী জুনে শেষ হতে যাচ্ছে রেড ডেভিলসদের সঙ্গে তার চুক্তি। এদিকে কাসেমিরোকে দলে ভেড়াতে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল নাসর। চলতি মৌসুমে ইউনাইটেডের অবস্থা মোটেও ভালো নয়। দুটি হার, একটি ড্র ও একটি জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে রয়েছে দলটি। ইংলিশ গণমাধ্যমগুলোর ধারণা, এই অবস্থায় ক্লাব ছাড়ার কথা ভাবতে পারেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তবে এমন সংকটময় পরিস্থিতিতে অভিজ্ঞ এই খেলোয়াড়কে হারানো ইউনাইটেডের জন্য বড় ধাক্কা হতে পারে। তাই প্রাণপণ চেষ্টা চলছে কাসেমিরোকে দলে রাখার। অন্যদিকে, আল নাসর চাইছে রোনালদো ও কাসেমিরোকে একসঙ্গে করে মধ্যপ্রাচ্যে নতুন ইতিহাস গড়তে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে খেলে সাফল্যের দারুণ স্মৃতি গড়েছিলেন তারা। সৌদি ক্লাবটি চাইছে সেই ধারাবাহিকতা...