নিজস্ব প্রতিবেদক: ভারতে প্রবেশের সময় বাংলাদেশি ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে ভুয়া এন্ট্রি দেখানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জুবায়ের হোসেন নামে ছাত্রলীগের এক সাবেক নেতা। তিনি ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক। গত বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আসে। সেই প্রেক্ষাপটেই তিনি ভারতে পালানোর চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটে গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। পশ্চিমবঙ্গের গেদে ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে প্রবেশের সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তার নথিপত্রে ভুয়া এন্ট্রি সনাক্ত করে। পুলিশ নিশ্চিত হয়, জুবায়ের বাংলাদেশ থেকে ভারতে ঢোকার আগে ইমিগ্রেশন সিল জাল করে তা দেখিয়েছেন। ফলে, বাংলাদেশ ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভারতীয় কর্তৃপক্ষ জুবায়েরকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ২০...