দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইতিহাস গড়লেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। ওমানের বিপক্ষে ম্যাচে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। ভারতের হয়ে এই মাইলফলক ছোঁয়া প্রথম ক্রিকেটার তিনি। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকেই দ্রুত উইকেট তুলে নিচ্ছিলেন আর্শদীপ। তবে ৯৯ উইকেট থেকে এই সেঞ্চুরি পূরণের পথে তাকে আট মাসের অপেক্ষা সহ্য করতে হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে শেষ দুটি ম্যাচেও সুযোগ পাননি। এরপর এশিয়া কাপের আগে ভারতের আর কোনো টি-টোয়েন্টি ম্যাচও ছিল না। এশিয়া কাপেও তাকে প্রথম দুই ম্যাচে বসিয়ে রাখে ভারত। জসপ্রিত বুমরাহ খেলেন ওই দুই ম্যাচে। তৃতীয় গ্রুপ ম্যাচে অবশেষে সুযোগ পান আর্শদীপ। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট। ম্যাচের শেষ ওভারের প্রথম বলেই এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। অফ স্টাম্পের ওপর...