২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম বরিশালে ভাড়ায় চালিত মোটর সাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন মোটর বাইকের আরো এক যাত্রী। বরিশাল-ঢাকা জাতীয় মহাসড়কের বরিশাল মহানগরীর গড়িয়ারপাড় এলাকায় এ ঘটনায় নিহতরা হচ্ছে-নগরীর পুরানপাড়া এলাকার বাসিন্দা শুক্কুর হাওলাদারের ছেলে মোটরসাইকেল চালক কবির হাওলাদার (৪০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামের বাসিন্দা তপন ভূঁইয়ার ছেলে মিনহাজ ভূঁইয়া (১৪)। আহত রেজাউল মোল্লা (৪০)বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইছাদি গ্রামের প্রয়াত আমজাদ হোসেনের ছেলে। এয়ারপোর্ট থানার এসআই শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভাড়ায় চালিত মোটরসাইকেলে কবির দুই যাত্রীকে নিয়ে ঢাকামুখী পথে যাচ্ছিলেন। কিন্তু পথে বিপরীত দিক থেকে আসা শেফালী পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।...