মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সমঝোতায় আমেরিকান বিনিয়োগকারীরা ৮০ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করবে, আর অবশিষ্ট ২০ শতাংশ থাকবে চীনা কোম্পানিগুলোর হাতে, যার মধ্যে বাইটড্যান্সও রয়েছে।এই কাঠামোর আওতায় ট্রাম্প প্রশাসন নিশ্চিত করতে চায় যে, টিকটকের কার্যক্রম যুক্তরাষ্ট্রভিত্তিক নিরাপদ সার্ভারে পরিচালিত হবে। প্রাথমিক আলোচনায় অরাকলকে টিকটকের ডেটা হোস্টিংয়ের দায়িত্ব দেয়ার বিষয়টিও উঠে এসেছে।ট্রাম্পের ঘনিষ্ঠ দুই ধনকুবের, সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আন্দ্রেসেন হোরোভিৎজের সহপ্রতিষ্ঠাতা মার্ক আন্দ্রেসেন এবং টেক জায়ান্ট অরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এই উদ্যোগের সামনের সারিতে রয়েছেন।২০২৪ সালের নির্বাচনে আন্দ্রেসেন ও তার সহযোগী বেন হোরোভিৎজ ট্রাম্পের প্রচারণায় ২৫ লাখ ডলার করে অনুদান দিয়েছিলেন। অন্যদিকে, এলিসন দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ, এবং সম্প্রতি তার পরিবার বড় মিডিয়া কংগ্লোমারেট প্যারামাউন্ট স্কাইড্যান্স অধিগ্রহণ করেছে।বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়া...