নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে রাজধানীতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে— তিনি নিজেকে সিআইএ (CIA) ও দক্ষিণ এশিয়ার পরিচালক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। পুলিশ জানিয়েছে, এনায়েত করিমের এই পরিচয় ভুয়া এবং এটি ছিল নিছক একটি ছলনা। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এখন জয়েন্ট ইন্টারোগেশন সেল (JIC)-এ তার জবানবন্দি নেওয়া হচ্ছে। ডিবি সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেছেন, তিনি কোনো দিনই সিআইএর এজেন্ট ছিলেন না। বরং, ২০১৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাঙার একটি রাজনৈতিক 'অ্যাসাইনমেন্ট'-এ তিনি জড়িত ছিলেন। সে সময় তিনি তৎকালীন ডিজিএফআই (সামরিক গোয়েন্দা সংস্থা) ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সহযোগিতায় কাজ করেছিলেন। তিনি জানান, রাজনৈতিক প্রভাব তৈরি ও নতুন দল গঠনের উদ্দেশ্যে...