নিজস্ব প্রতিবেদক: পিআর (Proportional Representation) পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। শুক্রবার, কর্মসূচির দ্বিতীয় দিনে দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করে দলটি, যেখানে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এর আগে বৃহস্পতিবার, একই দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল একযোগে বিক্ষোভ মিছিল করে। নির্বাচনের আগে দাবি আদায়ে আলোচনার পাশাপাশি রাজপথের আন্দোলনকেও গুরুত্ব দিচ্ছেন জামায়াতসহ মিত্র দলগুলোর নেতারা। এতে করে রাজনৈতিক অঙ্গন নতুন করে উত্তপ্ত হচ্ছে বলে জানানো হয়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামীসহ সাতটি দলের প্রায় অভিন্ন কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। আলোচনার মধ্যে রাজপথে বিক্ষোভের ব্যাখ্যায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, আলোচনা চললেও সেখানে সমস্যার সমাধান হবে বলে...