পেশাগত জীবনে উন্নতি করতে চাইলে শুধু নিজের কাজ ভালো জানাই যথেষ্ট নয়। বিশেষ করে যদি আপনি টিম পরিচালনা করতে চান, নেতৃত্ব দিতে চান, তাহলে দরকার কিছু ভিন্নধর্মী দক্ষতা—যেগুলো একজন সফল লিডারকে অন্যদের থেকে আলাদা করে তোলে।একজন ভালো টিম লিডার শুধু নির্দেশ দেন না—তিনি টিমের পাশে থাকেন, অনুপ্রাণিত করেন, বোঝেন এবং প্রতিটি সদস্যের সক্ষমতা বাড়াতে সাহায্য করেন। তাই টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি চাই কিছু মানবিক গুণ, যা আপনার নেতৃত্বকে আরও কার্যকর করে তুলবে।আরও পড়ুন :ভিটামিন সির অভাবে শরীরে দেখা দেবে যে তিন সমস্যাআরও পড়ুন :ইলেকট্রোলাইট ড্রিংকস কারা খাবেন, কারা খাবেন নাহার্ট অ্যাটাক মানেই বুকে ব্যথা না, জেনে নিন নীরব লক্ষণগুলোটাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনই ৭টি দক্ষতার কথা বলা হয়েছে, যা একজন সফল টিম লিডারের ভেতরে থাকা উচিত। চলুন জেনে নিই সেগুলো...