এদিকে ইতালি, ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর পূর্বাঞ্চলকে শক্তিশালী করার লক্ষ্যে জেট বিমান পাঠিয়েছে। বিমানগুলো এস্তোনিয়ার আকাশ পাহাড়া দিচ্ছে। কিন্তু রাশিয়া এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করার বিষয়টি অস্বীকার করেছে।পোল্যান্ড এবং রোমানিয়া উভয় ন্যাটো সদস্য। রাশিয়ান ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে গত সপ্তাহে ন্যাটো সামরিক জোট এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। এর প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা জোরদার করার জন্য ন্যাটো যুদ্ধবিমানসহ সামরিক সম্পদ পূর্ব দিকে সরানোর প্রতিশ্রুতি দিয়েছে।যুক্তরাষ্ট্রে নিযুক্ত এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টজান প্রিক বলেছেন, এস্তোনিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ গুরুতর লঙ্ঘন। রাশিয়া বেশ কিছুদিন ধরে ন্যাটোকে পরীক্ষা করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি, রাশিয়া ন্যাটো দেশগুলোকে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার পরিবর্তে সম্মিলিত প্রতিরক্ষার ওপর মনোনিবেশ করার জন্য একটি সংকেত পাঠাতে চায়।এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস সাহকনা বলেছেন, শুক্রবার এস্তোনিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ স্পষ্ট উসকানি। ১২ মিনিটের লঙ্ঘন ছোট কোনো...