এক সময় বাংলাদেশের ধারাবাহিক নাটকগুলো দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল। কিন্তু কালের পরিক্রমায় ভাটা পড়েছে জনপ্রিয়তায়। তাই কমেছে নির্মাণ। শূন্যতা কাটাতে দেশের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যায় ভারতীয় সিরিয়াল। গত এক দশক ধরে সেই জায়গাও দখল করে নিয়েছে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিজ। দেশের প্রায় একাধিক টিভি চ্যানেলে প্রচার করছে এসব ধারাবাহিক। দিন দিন বাড়ছে এর দর্শকপ্রিয়তা। অন্যদিকে বাংলাদেশে বাড়ছে পাকিস্তানি ধারাবাহিক নাটকেরও দর্শক। বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে। দেশে ক্রমেই দর্শকপ্রিয় হচ্ছে পাকিস্তানি নাটক। পারিবারিক বন্ধন, সুস্থ সংস্কৃতিসহ হৃদয়গ্রাহী অভিনয়ের জন্য নাটকগুলো বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ভারতের হিন্দি বা বাংলা, তুর্কি, কোরিয়ান সিরিজের পাশাপাশি পাকিস্তানি টিভি সিরিজও দেশে তৈরি করেছে একটি দর্শক শ্রেণি। তবে বাংলাদেশে পাকিস্তানের টিভি চ্যানেল দেখা যায় খুব কম। মূলত ভিডিও শেয়ারিং ইউটিউব আর দু-একটি...