২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম জাতিসংঘের ৮০তম অধিবেশনে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব জুড়ে সংঘাত, বিভাজন ও সংকটের মধ্যে মানবজাতিকে একসাথে কাজ করে সমাধান খুঁজে বের করতে হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় গুতেরেস বলেন, “সবচেয়ে অন্ধকার সময়গুলোতে যখন হতাশা ও বিভাজন গভীর হয়, তখনই মানবতা একত্রিত হয়ে ইতিহাস সৃষ্টি করে।” তিনি বলেন, বৈশ্বিক সমস্যার সমাধানও বৈশ্বিকভাবে করতে হবে। বিভিন্ন দেশের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও মিলিত হয়ে সমস্যার সমাধান করার সিদ্ধান্তকে মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন। গুতেরেস জাতিসংঘকে ‘সজীব উত্তরাধিকার’ হিসেবে বর্ণনা করেছেন, যা তার পতাকার নিচে কাজ করা মানুষদের মাধ্যমে টিকে আছে। তিনি বলেন, “জাতিসংঘ...