জানা যায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের বাটপাড়া মৌজার বাতাকাটার ও ডুপের খালের মাগুরা হইতে মলাইশ ব্রীজ পর্যন্ত সরকারি খাল অবৈধ ভাবে দখল করে বাঁধ নির্মাণ করে রেখেছে। এলাকার সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা এ খাল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু একটি প্রভাবশালী চক্র খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ নিধন করছে। ফলে এলাকার মানুষ খালে মাছ নিধন করতে পারছেন না। বাঁধটি দ্রুত অপসারণ করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, এ খালে নেট জাল ও পাটি দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ নিধন করছে।এ সময় শাহজাদাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, এই সরকারি খালে ১০ বছর ধরে গ্রামের মানুষ মাছ ধরত, এখন জাল নিয়ে মাছ ধরতে গেলে তারা রেখে দেয়।...