লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের মোকামবাড়ি এলাকা থেকে তাকে আটক করে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুমন ভূইয়া চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদ ভূইয়ার ছেলে।আরও পড়ুনআরও পড়ুনচুরির অপবাদে কুকুর লেলিয়ে দিয়ে যুবককে নির্যাতন মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০২২ সালের ৯ মে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ ভবনে এলডিপি’র নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। এ সময় তার গাড়ি লক্ষ করে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট রেদোয়ান আহমেদ বাদী হয়ে সাবেক এমপি প্রাণ গোপাল...