ছোট ফেনী নদীর ভাঙন রোধে ম্যারাথন ও মানববন্ধন করেছেন জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার স্থানীয় এলাকাবাসী। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের তালতলী থেকে শুরু হওয়া ম্যারাথনে এলাকার বিভিন্ন বয়সী অর্ধশত ব্যক্তি অংশ নেন। ‘নদী ভাঙন রোধে হাঁটি একসাথে’ স্লোগান নিয়ে এ মিনি ম্যারাথনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘পরিবর্তন ক্লাব’। ম্যারাথনটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরিবর্তন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, পরিবর্তন ক্লাবের সাবেক সভাপতি ব্যাংকার মাহফুজুর রহমান সজিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উপজেলা সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেল ও ভাঙনের শিকার আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সংহতি প্রকাশ করে জেলার গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। ক্লাবের সভাপতি জাহাঙ্গীর...