২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনো আট মাসের বেশি বাকি। সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এ বৈশ্বিক টুর্নামেন্টেই হবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকার শেষ বিশ্বকাপ। টুর্নামেন্টের সময়সীমা যত ঘনিয়ে আসছে, এ নিয়ে মানুষের আগ্রহের সীমাটাও বাড়ছে। সেটার প্রমাণ মিলেছে টিকিট কেনার আবেদনেও। পরের বিশ্বকাপের টিকিট কেনার জন্য প্রাথমিকভাবে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। গতকাল এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিফা। গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত টিকিট কেনার প্রাথমিক আবেদনের সুযোগ দিয়েছিল বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এ পর্যায়ে শুধু ভিসা ক্রেডিটকার্ডধারীরাই আবেদনের সুযোগ পেয়েছিলেন। আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন গিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে। আবেদনকারীদের মধ্যে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, সেটা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে জানানো...