২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে ম্যুরালে অঙ্কিত হয়েছে গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সেতুর মাওয়া প্রান্তে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ উদ্বোধন হতে যাচ্ছে। দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথি হিসেবে ওই গ্রাফিতি উদ্বোধন করবেন অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার। এদিকে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের দক্ষিনবঙ্গেরপ্রবেশদ্বার পদ্মা সেতুর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মাওয়া এবং সেতুর শরীয়তপুরের জাজিরা...