এরইমধ্যে আয়েন উদ্দিন জমি নিজের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আজাহার আলী। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছেলে মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আজাহার উদ্দিন বলেন, “তার বাবা চেরু প্রামাণিক ১৯৭৩ সালে নরদাশ মৌজায় সাড়ে ১৬ শতক জমি কেনেন। পরবর্তীতে ২০০১ সালে চেরু প্রামাণিক তার নাতি মাহফুজুর রহমানকে সাড়ে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দেন। এই জমি তাদের ভোগদখলেই আছে। কিন্তু আয়েন উদ্দিন এখন এই জমির মধ্যে থেকে ৩ শতকের মালিকানা দাবি করছেন। এ জন্য তিনি গাছ উপড়ে ফেলে, খুঁটি ভেঙে ও প্রাচীর ভাঙচুর করে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করছেন। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিলেও তিনি আইন ও প্রমাণ উপেক্ষা করে তা মানতে অস্বীকৃতি জানিয়েছেন।” আজাহার উদ্দিন বলেন, ‘‘বিষয়টি আদালতে যাওয়ার পর আমরা আমাদের বৈধ...