আমেরিকায় উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের জন্য বার্ষিক ১ লাখ ডলার ভিসা ফি নির্ধারণ করা হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেই সঙ্গে ধনীদের জন্য ১০ লাখ ডলারে ‘গোল্ড কার্ড’ ভিসা চালুরও ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপগুলো কংগ্রেসকে পাশ কাটিয়ে নেওয়া হয়েছে। ফলে শিগগিরই এগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। পরে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, এইচ ওয়ান-বি ভিসার জন্য প্রতিটি বড় প্রতিষ্ঠানকেই ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২১ হাজার টাকার বেশি) ফি দিতে হবে। এ নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। চাকরির জন্য বিদেশি কর্মী আনা বন্ধ করে আমেরিকান ইউনিভার্সিটিগুলোর...