বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৩:২১ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। পটুয়াখালী: বাউফলে জমাজমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে শাবনুর আক্তার নামে এক গৃহবধূর হাতের আঙ্গুল কামড়ে ছিঁড়ে নিয়েছেন বড় জা (ভাশুরের স্ত্রী)। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের জয়বাংলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাবনুর জয়বাংলা গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে আল-আমীনের স্ত্রী।আহত শাবনুর জানায়, মৃত খালেক হাওলাদারের ৩ ছেলে মো. ইউনুস, খোকন ও আল-আমীন একই ঘরে বসবাস করেন। ঘটনার দিন রান্নাঘর ব্যবহারকে কেন্দ্রে করে কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ভাসুর ইউনুসের স্ত্রী রুমা বেগম বটি দিয়ে তার মাথায় আঘাত করেন। শাবনুর ঠেকাতে গেলে রুমা বেগম তার বাম হাতের আঙ্গুলটি (অনামিক) কামড় দিয়ে নিয়ে যায়।শাবনুরের শ্বাশুরী নুরজাহান বেগম বলেন, বড় বউ ছোট...