বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, গত ১৭ বছর ধরে তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের মাদকাসক্ত করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা এই পথ পরিহার করে তরুণদের জ্ঞান, নৈতিকতা ও শারীরিক বিকাশের জন্য ক্রীড়াক্ষেত্রে যুক্ত করতে চাই। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মাধ্যমে তরুণ সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে দেশের গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীমুর রহমান শামীম বলেন, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। কেউ সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত হবেন না। যারা জড়িত হবেন,...