চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের টিভি উপস্থাপক জিমি কিমেলের শো বন্ধ করে দিয়েছে ডিজনি মালিকানাধীন সংবাদমাধ্যম এবিসি। রক্ষণশীল দৃষ্টিভঙ্গির এ প্রচার কার্ককে গেল সপ্তাহে গুলি করে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের ডানপন্থিরা একে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। আবার অনেক সমালোচক মনে করছেন, কিমেলকে সরিয়ে দেওয়া তার বাক স্বাধীনতার পরিপন্থি, যা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার কিমেলের কয়েকশ ভক্ত তার অপসারণের প্রতিবাদে বাহব্যাংক, নিউ ইয়র্ক ও হলিউডের সড়কে বিক্ষোভ করেন। এমন প্রেক্ষাপটে কিমেলের সঙ্গে কী ঘটেছে এবং বাক স্বাধীনতা নিয়ে মার্কিন সংবিধান কী বলছে, সে বিষয়ে ব্যাখ্যামূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা। ডানপন্থি রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত। গত ১০ সেপ্টেম্বর ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে প্রায়...