জয়ের জন্য ২৪ বলে প্রয়োজন ৫৮ রান। উইকেট বাকি ৯টি। এই যুগের টি-টোয়েন্টি ক্রিকেটে এমন সমীকরণ মিলিয়ে জয় খুব কঠিন কিছু নয়। ভারতের মতো দলের বিপক্ষে অবশ্য ওমানের জন্য এটি নাগালের বাইরেই ছিল। তবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে যেভাবে লড়াই করেছে ও সম্ভাবনা জাগিয়েছে তারা, র্যাঙ্কিংয়ের বিশে থাকা দলকে স্তুতিতে ভাসিয়েছেন ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। এশিয়া কাপের ম্যাচটিতে শুক্রবার ব্যাটিংয়ের আগে বোলিংয়েও খারাপ করেনি ওমান। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকে রাখে তারা ১৮৮ রানে। ইনিংসের শেষ বলে হার্শিত রানান ছক্কার পরও শেষ তিন ওভারে মাত্র ২১ রান তুলতে পারে টুর্নামেন্টের ফেভারিটরা। ফিফটি করতে পারেন কেবল সাঞ্জু স্যামসন। রান তাড়ায় পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তোলে ওমান। উদ্বোধনী জুটি ৫৬ রানে থামলে পরের জুটিতে রান আসে...