ব্রাজিলের সিরি আ এর ২৩তম রাউন্ডে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সান্তোসে খেলা নেইমার। সেদিন ম্যাচ শুরুর মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় গোড়ালিতে চোট পান তিনি। তবে প্রথমিক চিকিৎসা শেষে মাঠে ফিরেছিলেন। এবার সান্তোস জানালো, নতুন করে পেশির ইনজুরিতে পরেছেন নেইমার। এবার ডান উরুর পেশিতে ইনজুরি নেইমারের। এই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে এক মাস সময় লাগতে পারে নেইমারের এমনই খবর ব্রাজিলের সংবাদমাধ্যমে। এরই মধ্যে ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের চিকিৎসা শুরু হয়েছে। যদি সত্যি একমাস মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে তাহলে সান্তোসের অন্তত্য পাঁচটি ম্যাচ মিস করবেন তিনি। শুধু তাই নয়, অক্টোবরে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচও খেলা হবে না ৩৩ বছর...