রাজধানীর কামরাঙ্গীরচর নবীনগর এলাকায় পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছেন স্থানীয় বুটিক্স ব্যবসায়ী তোপাজ্জল হোসেন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ ব্যবসায়ীরা তার ওপর নৃশংস হামলা চালিয়ে কারখানা তছনছ ও মালামাল লুটপাট করে। এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী তোপাজ্জল। তোপাজ্জল হোসেন নবীনগর ১০নং রোডে মজিবুর রহমানের ২৬নং বাড়ির তামিম ভিলার নিচতলায় ‘নাহার বুটিক্স’ নামে ব্যবসা পরিচালনা করতেন। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৯ বছর ধরে তিনি এ ব্যবসা পরিচালনা করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া পৌরসভার বালিয়াতলী গ্রামে। তোপাজ্জলের দাবি, তিনি রাজধানীর চাঁদনি চক মার্কেটের ফেয়ার টাচ প্লাস (দোকান নং ১৩১ ও ১৩২) এবং চিশতীয়া মার্কেটের নিউ ফেয়ার টাচ থ্রি-পিস দোকানের ব্যবসায়ী নূর আলম, জনি ও বাবু’র সঙ্গে দীর্ঘদিন ধরে...