শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শাওন বিন রহমান জানান, মধ্যরাতে যাত্রাবাড়ী থেকে এসি বিস্ফোরণে দগ্ধ চার জন পেশেন্ট আমাদের এখানে এসেছে। তারা হলেন- তুহিন হোসেন (৩৮) ৪৭ শতাংশ, স্ত্রী ইভা আক্তার (৩০) ১৫ শতাংশ, ছেলে মোহাম্মদ তানভীর (৯) ৪০ শতাংশ এবং মোহাম্মদ তাওহীদ (৭) ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের (ইনহেলিশন) বার্ন রয়েছে। তাদেরকে বার্ন ইন্সটিটিউটের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।” দগ্ধ ব্যক্তিদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর কুনিয়া গ্রামে। তারা যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা শিশুদের...