হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হয়। আপনারও নিশ্চয়ই বিভিন্ন গ্রুপ কিংবা ব্যাক্তিগত মেসেজ আসতে থাকে। কিংবা আপনিও অন্যদের মেসেজ পাঠাচ্ছেন। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলোও মেসেজ সিন হয় না। এবার এই সমস্যার সমাধান এনেছে হোয়াটসঅ্যাপ। বিভিন্ন কাজে বিভিন্ন জনের সঙ্গে চলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট। এর ভিড়েই প্রায়শই হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। সেই সমস্যার সমাধানেই দারুণ কার্যকরী হতে পারে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক ফিচার ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’। ব্যবহারকারীরা এখন কোনো চ্যাটের নির্দিষ্ট মেসেজ পরে নিজের সুবিধা মতো সময়ে দেখার জন্য রিমাইন্ডার সেট করতে পারবেন। ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’ ফিচারের সুবিধা এরই মধ্যে সিলেকটেড ব্যবহারকারীরা পাচ্ছেন। হোয়াটসঅ্যাপে কোনো চ্যাটের মধ্যে নির্দিষ্ট মেসেজের জন্য রিমাইন্ডার সেট করা যাবে এই ফিচারের মাধ্যমে। এর জেরে ওই নির্দিষ্ট...