২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সম্ভাব্য ভোটকেন্দ্রসহ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে সম্ভাব্য স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১২৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৭৬৯টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৭৫০টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৯টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ২৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬১৪ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৬৪২ জন এবং হিজড়া ভোটার ৩ জন। উপজেলা নির্বাচন অফিসার মো. রোকনুজ্জামান সরকার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার সম্ভাব্য...