এশিয়া কাপে ওমানের বিপক্ষে ভারতের লড়াইটা ছিল নিয়ম রক্ষার। কিন্তু শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকা ওমান বেশ লড়াই করেই হেরেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইটা জমিয়ে তুলেছিল তারা। অন্যদিকে ভারত এই ম্যাচে ভিন্ন কিছু পরখ করে দেখতে চেয়েছে। আট উইকেট হারানোর পরও ব্যাট করতে নামতে দেখা যায়নি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে, বোলিংয়ে আটজন বোলরকে ব্যবহার করতে দেখা যায়। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮৮ রান করে ভারত। জবাবে ওমান ৪ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। তবে সহজ প্রতিপক্ষের বিপক্ষে ভারত উইকেট পেয়েছে চারটি। ভারতের হয়ে ফিফটি করেন সাঞ্জু স্যামসন (৪৫ বলে ৫৬)। ম্যাচের সেরাও তিনি। ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা। ভারতের হয়ে...