নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত একটি চিঠিতে বাতিল করা হয়েছে সেইসব কাউন্সিলরদের, যারা অ্যাডহক কমিটি থেকে মনোনীত হননি। ১৮ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে নতুন করে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানানো হয় অ্যাডহক কমিটির সদস্যদের কাছ থেকে। যদিও বিষয়টি নিয়ে বিসিবির গঠনতন্ত্র ও উচ্চ আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে। বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন,“সভাপতির স্বাক্ষরে এমন চিঠি নজিরবিহীন। এটি গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল।” বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এমন চিঠি সাধারণত সিইও স্বাক্ষর করে থাকেন।১ সেপ্টেম্বর যে চিঠি পাঠানো হয়েছিল, তাতে সিইও নিজামউদ্দিন চৌধুরীর স্বাক্ষর ছিল। এবার হঠাৎ সভাপতির স্বাক্ষরিত চিঠি কেন, সে বিষয়ে সিইও কথা বলতে রাজি হননি।আর সভাপতির প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। ৬ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন কার্যকর...