ফিলিস্তিনের গাজায় দীর্ঘ প্রায় দুই বছর ধরে যে নারকীয় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। এই তদন্ত প্রতিবেদন সামনে আসার পর থেকেই ফিলিস্তিনের প্রতি সমর্থন বৃদ্ধির বিপরীতে আন্তর্জাতিক চাপ বাড়ছে দখলদার ইসরায়েলের ওপর। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য তীব্র সমালোচনার মধ্যে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের আরেক দেশ পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয় পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার। বিবৃতিতে জানানো হয়েছে, পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা। জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই...