‘বন্ধু তুমি, শত্রু তুমি’ – রেট্রো যুগের বাংলা সিনেমার এই গানটা চাইলে বাংলাদেশ আজ শ্রীলঙ্কাকে উৎসর্গ করতেই পারে। দিনদুয়েক আগের ‘বন্ধু’ শ্রীলঙ্কা যে আজ আবার ‘শত্রু’তে রূপ নিয়েছে! শেষ সাত বছরে শ্রীলঙ্কা আর বাংলাদেশের লড়াইটা বাড়তি উত্তাপ ছড়ায়। সেটা মাঠে যেমন, মাঠের বাইরেও তেমন। শ্রীলঙ্কা বাংলাদেশের এই লড়াই নাম পেয়ে গিয়েছিল ‘নাগিন ডার্বি’। আবার বছর দুয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেট প্রথম বারের মতো দেখেছে টাইম আউটের মতো ঘটনা। যার রেশ গেল বছরের সিরিজেও ছিল বেশ করে। মাঠের বাইরেও দুই দলের ভক্তদের মধ্যে সম্পর্কটা আদায় কাঁচকলায়। বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক পেজগুলোতে চোখ বোলালেই বুঝা যায়। তবে সব বৈরিতা চুলোয় দিয়ে গত মঙ্গলবার থেকে পুরো বাংলাদেশ ‘সমর্থক’ বনে গিয়েছিল শ্রীলঙ্কার। কারণ একটাই, আফগানিস্তানের বিপক্ষে তাদের জয়ই যে সুপার ফোরের টিকিট পাইয়ে দিতে...