২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম টাঙ্গাইলের সখিপুর উপজেলায় সরকারের অনুমোদন ছাড়াই চলছে প্রায় শতাধিক অবৈধ করাতকল। এসব করাতকলে সাবাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের শাল গজারি কপিচ সহ মূল্যবান বৃক্ষ । নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই গড়ে উঠেছে বেশকিছু করাতকল। এ কারণে শব্দ দূষণের শিকার হচ্ছে কোমল-মতি শিক্ষার্থীরা। বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারী এসব অবৈধ করাতকল থেকে নিয়মিত মাসোহারা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। এতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও দু একটি অবৈধ করাত কল উচ্ছেদ করার সময় অন্যান্য করাতকলগুলো বন্ধ হয়ে যায়,উচ্ছেদ অভিযান শেষ হলেই পুনরায় পুরো দমে করাত কলগুলো চালু হয়ে যায়। স মিল (লাইসেন্স) বিধিমালা-২০১২ অনুযায়ী, কোনো মালিক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন...