এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন। নির্বাচনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। ২০০৩ সালে ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ -বাকসু নির্বাচনের পর আর কোনো নির্বাচন হয়নি কলেজটিতে। জরাজীর্ণ হয়ে গেছে বাকসু ভবন। তবে, আওয়ামী লীগ সরকারের সময় তিন মাসের জন্য কর্ম পরিষদ গঠন করে তা দিয়ে কয়েক বছর পার করেছে তৎকালীন বিএম কলেজ ছাত্রলীগ। এদিকে নির্বাচনের রুপরেখা ঘোষণার দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে বিএম কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে...