২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গাজায় ৩৫৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই অভিযান শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং বেসামরিক নাগরিকদের ওপর লক্ষ্যবস্তু হামলার ফলে ক্রমেই বেড়েছে। ইসরায়েলের স্থল অভিযান ১১ আগস্ট গাজা সিটিতে শুরু হয়। গত ৩৮ দিনে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ অভিযান বিশেষভাবে উত্তর ও মধ্য গাজা উপত্যকাকে লক্ষ্যবস্তু করে পরিচালিত হয়েছে, যাতে বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর করা যায় এবং নির্ধারিত ‘নিরাপদ মানবিক এলাকা’তেও হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে ১,৯৮৪ জন (৫৬%) উত্তর গাজা উপত্যকায় এবং ১,৫৫৮ জন (৪৪%) মধ্য ও দক্ষিণাঞ্চলে নিহত হয়েছে। এই এলাকার বাসিন্দাদের ইসরায়েল ‘নিরাপদ মানবিক অঞ্চল’ ঘোষণা করেছিল। গাজার সরকারি মিডিয়া...