নরসিংদী: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ফের দ্বিতীয় দিনে ফেরদৌসী বেগম নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।নরসিংদীর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত ফেরদৌসী বেগম বীরগাঁও গ্রামের রায়েছ আলীর স্ত্রী। এর আগে, বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নিহত হয়েছেন।আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।স্থানীয়রা জানায়, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। কাইয়ুম মিয়া ও শাহ আলম চৌধুরী পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করেন। তারা আরও...