স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ১৭তম আসরের গ্রুপ পর্বের খেলে শেষ হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। ‘এ’ গ্রুপে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ পাকিস্তান। ৩ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে...