নিজস্ব প্রতিবেদক: সকালে খালি পেটে লবঙ্গ খেলে একাধিক সমস্যার সমাধান পাওয়া যায়। সুস্বাস্থ্য নিশ্চিতে তাই নিয়মিত লবঙ্গ খাওয়া উচিত মনে করছেন পুষ্টিবিদরা। লবঙ্গ রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হলেও এটি নানা ঔষুধি গুণে ভরপুর। সর্দি কাশির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা অনেকটাই শক্তিশালী করে তোলে এটি।চিরসবুজ লবঙ্গগাছের ফুলের কুঁড়িই হলো লবঙ্গ বা লং। এতে থাকা 'ইউজেনল' নামের উপাদানের জন্য লবঙ্গ থেকে মিষ্টি সুগন্ধ পাওয়া যায়।খালি পেটে এটি খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে। এ প্রসঙ্গে পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল বলেন,খালি পেটে লবঙ্গ খাওয়া সুস্বাস্থ্যের জন্য উপকারী। তবে পরিমিত মাত্রার বেশি খেলে হিতে বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়।ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন অনুসারে আসুন এক নজরে দেখে নিই, খালি পেটে লবঙ্গ খাওয়ার কিছু উপকারিতার কথা-১। লবঙ্গতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয়...