বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ। সেদিন সুপার ফোরে ওঠার সহজ সমীকরণ মেলাতে লঙ্কানদের জয় কামনা করেছিলো বাংলাদেশ, একদিনের বিরতিতে সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবার মাঠে নামছে লিটন দাসরা। লঙ্কা সিংহদের বধের পরিকল্পনায় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। এদেশের ক্রিকেট ভক্তরাও প্রহর গুণছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের। গ্রুপ পর্বে সুপার ফোরে উঠে এশিয়ার সেরা চার দল। গ্রুপ-এ থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বি গ্রপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার ফোরে প্রতিটি দলই একে অন্যের মোকাবেলা করবে।...