বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। দু’জনের হাত বদল হওয়া আংটির ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন তারা। তাদের পোস্টে অভিনন্দন জানিয়েছেন এনসিপি ও বাগছাসের একাধিক নেতা। হান্নান মাসুদের পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “আল্লাহ সার্বিক কল্যাণ দিক।” বাগছাসের আহ্বায়ক আব্দুল কাদের লিখেছেন, “অভিনন্দন, কমরেড!” শুক্রবার রাতে দেওয়া পোস্টে এই এনসিপি নেতা লিখেছেন, “আজ মহান রব আল্লাহ তা'আলার ঘর ও রাসুল মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জেয়ারতের উদ্দেশ্যে সৌদি আরব এসে পৌঁছালাম। “পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধাদের সুখ-দুঃখ সরেজমিনে প্রত্যক্ষ করার চেষ্টা করবো।” নিজের সফর পরিকল্পনা নিয়ে তিনি লিখেছেন, “এনসিপি...