নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দেশের সরকারের জন্য বিদেশি ঋণ নেওয়া একটি সাধারণ ঘটনা। যুক্তরাষ্ট্র নিজেই প্রায় ৩৭ ট্রিলিয়ন ডলারের বিদেশি ঋণে জর্জরিত এবং শুধু বিদেশি সরকারগুলোর কাছেই তাদের ৯ ট্রিলিয়ন ডলারের বেশি ঋণ রয়েছে। তবে বিদেশি ঋণ তখনই স্বাভাবিক হয়, যখন তা পরিশোধের ক্ষমতা দেশের থাকে। বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক ঋণের পরিমাণ নতুন রেকর্ড গড়েছে। চলতি বছরের জুন শেষে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১২ বিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ, প্রায় ১১ হাজার ২০০ কোটি ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪ লাখ কোটি টাকা। বর্তমানে প্রশ্ন হলো, এই ১১২ বিলিয়ন ডলার কে ঋণ নিয়েছে? তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে গণআন্দোলনে শেখ হাসিনা পালানোর সময় দেশের কাঁধে প্রায় ১০৪ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের বোঝা রেখে যান। এরপর...