দুয়েক দিন আগের কথা। এশিয়া কাপে টিকে থাকতে হলে আফগানিস্তানকে হারাতে হবে—এই সমীকরণে কয়েকদিনের জন্য শ্রীলঙ্কার প্রতি বাংলাদেশের সমর্থকদের আবেগ বদলে গিয়েছিল। দীর্ঘদিনের বিরাগ-অনুভূতি চাপা দিয়ে, লঙ্কানদের জয়ের দিকেই তাকিয়ে ছিলেন তারা। শেষ পর্যন্ত তাই-ই হয়েছে, তাতে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশি সমর্থকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নানারকম আত্মবিদ্রূপাত্মক মিম—কারও প্রোফাইলে শ্রীলঙ্কার পতাকা, আবার কেউ বাংলাদেশি হয়েও গায়ে চাপিয়েছেন লঙ্কান জার্সি। গত সাত বছরে গড়ে ওঠা বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ যেমন অনেক সময় বিব্রতকর ঘটনার জন্ম দিয়েছে, তেমনি এটাও সত্য, মুখোমুখি হলে খেলোয়াড়দের পারফরম্যান্সে বাড়তি তাগিদ কাজ করেছে। তাই এশিয়া কাপে শনিবারের ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে—সুপার ফোর পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচ শুরু হবে আজ রাত সাড়ে ৮টায়। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। চারিথ আসালঙ্কার নেতৃত্বে শ্রীলঙ্কা এখন পর্যন্ত এশিয়া কাপে...