সরকারি তরফে দেওয়া এসব হিসাব আরব্য রজনীর গল্পের মতো। প্রশ্ন হচ্ছে—এস আলম, নাসা, সামিট ইত্যাদির এসব হিসাব জানানো শুধু পিলে চমকানোর জন্য; নাকি নানা মহলের থাবায় ফেলতে? তাদের ভিলেনের খাতায় ফেলে রাখা কাম্য নয়। বিচার হওয়া জরুরি। তাদের কল-কারখানাগুলোর চাকা ঘুরতে দেওয়ার ব্যবস্থা রাখাও প্রত্যাশিত। তারা নিঃসন্দেহে অপরাধী। কিন্তু তাদের...