শিক্ষার্থীদের চ্যাটজিপিটি ব্যবহার করতে উৎসাহিত করছে অক্সফোর্ড এবং তাদেরকে এ টুলটি বিনামূল্যে ব্যবহারের সুযোগও দেবে যুক্তরাজ্যের প্রাচীনতম এ বিদ্যাপীঠ। বিশ্বে এই প্রথম কোনো ইউনিভার্সিটি চ্যাটজিপিটির শীর্ষ সংস্করণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে। ‘চ্যাটজিপিটি এডু’ নামে চ্যাটবটটির বিশেষ এক সংস্করণ ব্যবহার করতে পারবেন অক্সফোর্ডের সকল শিক্ষক ও শিক্ষার্থী। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তৈরি এ টুলটিতে তথ্যের ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর নিরাপত্তা নীতিমালা অনুসরণ করার কথা প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। চ্যাটজিপিটির সূচনা ও জনপ্রিয়তা উদ্বেগ তৈরি করেছে শিক্ষাক্ষেত্রে। অনেক শিক্ষকের ধারণা, পরীক্ষায় এর অনৈতিক ব্যবহার এবং শিক্ষার্থীদের শেখার স্বাভাবিক বিভিন্ন পদ্ধতিও ক্ষতির মুখে ফেলতে পারে ওপেনএআইয়ের তৈরি এ চ্যাটবটটি। অক্সফোর্ডের ডিজিটাল বিষয়ক উপ-উপাচার্য অ্যান ট্রেফেথেন বলেছেন, “অনেক শিক্ষক ও শিক্ষার্থী এরইমধ্যে জেনারেটিভ এআই টুল ব্যবহার করছেন। এসব টুল চালুর মাধ্যম আমরা সুরক্ষিত...