মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরতি আনার আহ্বানের মধ্যেও এই পদক্ষেপ নেওয়া হলো। নতুন চালানে শুধুমাত্র গোলাবারুদ নয়, হামলায় ব্যবহারযোগ্য হেলিকপ্টার ও ট্যাংকও রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ডলার এবং ১৯০ কোটি ডলার, বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী গাজায় সাম্প্রতিক অভিযানে নেমেছে, যেখানে প্রস্তাবিত নতুন সমরাস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে গাজার উপত্যকায় ৬২ হাজারেরও বেশি...